১৬০ দিন পর বিএনপি নেতা রবিন কারামুক্ত

২৯ জানুয়ারী, ২০২৪

দীর্ঘ ১৬০ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে বরণ করতে কারাগারের সামনে ভিড় করেন।

গত ১৯ আগস্ট গভীর রাতে বিএনপি অফিস থেকে বের হওয়ার পর কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁর কাছ থেকে রবিনকে আটক করে গোয়েন্দা পুলিশ। ওই সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবী জানিয়েছিলেন, 'তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে।'

এদিকে মুক্তি পাওয়া রবিনের বাবা সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ এখনো কারাগারে আছেন। মাঝে তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।