এক সপ্তাহের মধ্যে মশা নিধনের ওষুধ দরকার : হাইকোর্ট

২৫ জুলাই, ২০১৯

এক সপ্তাহের মধ্যে মশা নিধনের ওষুধ দরকার। এ জন্য কি করতে হবে সেটা আমাদেরকে জানান। সেভাবেই আদেশ দেয়া হবে। কারণ দেশের মানুষ আতংকিত। ঘরে ঘরে এ আতংক বিরাজ করছে।

ডেঙ্গু মশা নিধনে দুই সিটি করপোরেশনের গৃহীত কার্যক্রম অবহিত হওয়ার পর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ মন্তব্য করেন।

আদালত দুই সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্দেশ্য বলেন, ‘আপনারা মশা নিধনে যে ওষুধ ছিটাচ্ছেন তাতে মশা মরছে না। এই মশা কেন মরছে না তা কি চিহ্নিত করতে পেরেছেন? যদি চিহ্নিত করতে না পারেন তাহলে সমাধান হবে কিভাবে? মশা নিধনে কোন ওষুধ কাজ করবে এবং সেটা কত দ্রুত দেশে আনা সম্ভব হবে সেই বিষয়টি আমাদের জানান।’

এর আগে সকালে আদালতে হাজির হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শরীফ আহমেদ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।