বিএনপি নেতা ড. মঈন খান আটক

৩০ জানুয়ারী, ২০২৪

ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ। বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিএনপির শায়রুল কবির খান বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ একদফা দাবি আদায়ে কালো পতাকা মিছিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মঈন খান।

মিছিলটি উত্তরা ১২ নম্বর সেক্টর কবর স্থানের সামনে গেলে সেখান থেকে জোরপূর্বক আইনশৃঙ্খলা বাহিনী তাকে গাড়িতে করে তুলে নিয়ে গেছে।