এবারও শোলাকিয়ায় ঈদের জামাত হবে না

৩১ জুলাই, ২০২০

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে করোনা পরিস্থিতির কারনে ঈদুল ফিতরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। একই কারনে এবারও ঈদুল আযহার জামাতও অনুষ্ঠিত হবে না। শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির অনলাইন জুম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, এবার শোলাকিয়ায় ১৯২ তম ঈদ-উল আজহার জামাত অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে সরকারি সিদ্ধান্তে খোলা মাঠে নামাজ পড়া বন্ধের নির্দেশনা থাকায় শোলাকিয়া ঈদগাহেও জামাত হবে না।

সেই সাথে ঈদগাহ সংলগ্ন মসজিদটিও বন্ধ থাকবে। তবে, জেলার বিভিন্ন মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পাশপাশি নিরাপদ দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়ার আহবান জানানো হয়।

সভা শেষে ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শোলাকিয়া ঈদগাহ ঈদের দিন বন্ধ থাকবে। সেই সঙ্গে ঈদগাহ সংলগ্ন মসজিদটিও বন্ধ থাকবে। শহরের শহীদী মসজিদ, পাগলা মসজিদসহ বিভিন্ন মসজিদের ঈদের এক বা একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, ঈদের দিন বাড়ি থেকে মুসল্লিরা নিজ দায়িত্বে জায়নামাজ ও টুপিসহ মাস্ক পড়ে মসজিদে নামাজ পড়তে যাবেন। এক কাতার ফাঁক রেখে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়া হবে।