পাওনা টাকা আদায়ে অনশনে মমতা

০২ ফেব্রুয়ারি, ২০২৪

মোদি সরকারের কাছ থেকে পাওনা টাকার (রুপি) দাবিতে ৪৮ ঘণ্টার জন্য অবস্থান ধরনায় বসেছেন পশ্চিমবেঙ্গর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গত ১৫ বছর ধরে কেন্দ্রীয় বিজেপি সরকারের কাছে সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় এক লাখ ১৭ হাজার কোটি টাকা বাকি রয়েছে বলে দাবি করছেন মমতা।

শুক্রবার দুপুরে কলকাতার রেড রোডের আম্বেদকরের মূর্তির পাশে তিনি অবস্থান কর্মসূচি শুরু করেন। মমতা ছাড়াও এ সময় অবস্থান মঞ্চে তৃণমূলের শীর্ষ নেতা-নেত্রী এবং কলকাতার বেশ কয়েকজন ওয়ার্ক কাউন্সিলরকে দেখা গেছে।

এর আগে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের কাছে সাত দিনের সময় বেঁধে দিয়েছিলেন। সে সময় শেষ হয় ১ ফেব্রুয়ারি। গত বছরও একইভাবে মমতা তিন দিনের অনশন কর্মসূচি পালন করেন।