আর্জেন্টিনায় সরকারবিরোধী বিক্ষোভ; আহত ৬০

০৪ ফেব্রুয়ারি, ২০২৪

সরকারবিরোধী বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে আর্জেন্টিনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই কর্তৃক প্রস্তাবিত একটি সর্বজনীন বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বামপন্থিরা কংগ্রেসের সামনে বিক্ষোভ করার সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে জড়িয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের দমাতে জলকামাল ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে ৬০ জন আহত হয়। সংঘাতের জেরে ছয়জনকে আটক করা হয়েছে। 

শ্রমিক সংগঠন, ছাত্র গোষ্ঠী এবং বিরোধী প্রতিনিধিরা সরকারবিরোধী এই বিক্ষোভকে সমর্থন করেছিল