ভ্যাপসা গরমে পাবনা অঞ্চলে জনজীবন অতিষ্ঠ

০৪ আগস্ট, ২০২০

 

এখনো তাল পাকা ভাদ্র মাস আসতে ১০দিন বাকী। শ্রাবণের মাঝ থেকেই যেন শুরু হয়েছে ভাদ্রের প্রায় শত ভাগ আলামত। গত তিন দিনের ভ্যাপসা গরমে পাবনা অঞ্চলে মানুষসহ পশু-পাখি অস্থির হয়ে যাচ্ছে। 

গত তিনদিনে বিক্ষিপ্তভাবে পাবনা জেলার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি আবার কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হলেও ভ্যাপসা গরম অপরিবর্তিত রয়েছে।
প্রতিকূল আবহাওয়ায় সতর্কতার সঙ্গে নিয়ম মেনে খাওয়া দাওয়া করতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গরমে রোগ বালাই থেকে বাঁচতে রারাস্তার পাশে খোলা খাবার এবং অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।
ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পাবনায় কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে তাপমাত্রা কম থাকলেও বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ফলে ভ্যাপসা গরম বেশী অনূভূত হচ্ছে বলে মনে করছে আবহাওয়া অফিস।