কুবি শিক্ষক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

০৭ ফেব্রুয়ারি, ২০২৪

১৪ মাস পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি (রোববার) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বুধবার (৭ ফেব্রুয়ারি) শিক্ষক লাউঞ্জে, শিক্ষক সমিতি পুনরায় গঠনের লক্ষ্যে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 এতে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। অন্যরা হলেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক মাসুম।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচন করার লক্ষ্যে কমিটি গঠন করেছি, আমি অন্য সদস্যদের সাথে কথা বলে নির্বাচনের তফসিল, প্রার্থীসহ রবিবারে ডিটেইলস জানা যাবে। শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, শিক্ষকদের বহুল প্রতীক্ষিত সমিতি গঠনের লক্ষ্যে আমরা সাধারণ সভা আয়োজন করেছি। আমাদের ডাকে সাড়া দিয়েই শিক্ষকরা একত্রিত হয়েছে। শিক্ষকদের পছন্দের ভিত্তিতে আমরা নির্বাচন কমিশন গঠন করেছি। আশা করি আবারও আমরা একটা সুন্দর সমিতি পাবো।

 উল্লেখ্য, ২০২২ সালের ১ ডিসেম্বর কুবি শিক্ষক সমিতি-২০২৩ কার্যনিবার্হী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষকদের দুই পক্ষের দ্বন্ধে নির্বাচন স্থগিত হয়।