পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত

০৪ আগস্ট, ২০২০

পাবনায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছে।

নিহতরা হল-জেলার সাঁথিয়া উপজেলার নাড়িয়া-গদাই গ্রামের মৃত হাবিবুর রহমানের মেয়ে সালেহা খাতুন (৩৭) এবং ভাংগুড়া পৌর সভার উত্তর সারুটিয়া মহল্লার সাগর আলীর দেড় বছর বয়সের ছেলে সৌরভ।

সোমবার সালেহ খাতুন মারা যায় যখন দূলাউড়িতে করিমন ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সালেহা মারা যান। অপরদিকে একইদিন সৌরভ মারা যায় যখন সে চলন্ত নছিমন থেকে ছিটকে পড়ে ভাংগুড়া উপজেলার নৌবাড়িয়া এলাকায়। 

দু’থানার পুলিশ এসব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ দু’টি উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।