রাফাহর শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৭

১২ ফেব্রুয়ারি, ২০২৪

গাজার দক্ষিণের শহর রাফাহর শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৩৭জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে বলেছেন, হামলা শুরু হওয়ার সময় অনেক মানুষ ঘুমিয়ে থাকায় রাফাহতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ আশঙ্কা করেছিল যে ইসরায়েল রাফাহতে তাদের স্থল আক্রমণ শুরু করেছে। ইসরায়েলি বিমান, ট্যাঙ্ক ও জাহাজ হামলায় অংশ নেয়। দুটি মসজিদ এবং বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়েছে। 

ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, তারা দক্ষিণ গাজায় একটি ‘সিরিজ হামলা’ পরিচালনা করেছে যা এখন ‘সমাপ্ত’ হয়েছে।

এর আগে ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, রাফাহতে হামলা হবে বিপর্যয়কর। কারণ গাজার অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয় স্থান হিসাবে এটিকে বেছে নিয়েছিল।