কুমিল্লা মেডিকেলে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

০৯ আগস্ট, ২০২০

গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ দুজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। মৃতদের মধে তিনজন পরুষ ও দুজন নারী।

 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, করোনা পজিটিভ হয়ে মারা গেছেন  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ গ্রামের হাজরা বেগম (৬২) এবং চৌদ্দগ্রাম উপজেলা নুরুল আমিন ( ৬০)।

উপসর্গ নিয়ে মারা গেছেন কুমিল্লার মনোহরগঞ্জের জসিম উদ্দিন ( ৫৫), সদর উপজেলার জাহানারা বেগম (৬৫) এবং বরুরা উপজেলার শফিকুর রহমান (৬০)।

বর্তমানে এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৭ জন, কোভিড ওয়ার্ডে ৭১ জন এবং আইসিইউতে ১৮ জন ভর্তি আছেন। জেলায় এই  পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫০ জন। বর্তমানে করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১২৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে জেলায় বর্তমানে করোনা পজিটিভের সংখ্যা ৫ হাজার ৮২৩ জন। এ পর্যন্ত সুস্হ হয়েছেন ৪ হাজার ৩৫৮ জন।