বরিশালে ৩ দিনব্যাপী ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনী

২০ ফেব্রুয়ারি, ২০২৪

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) উদ্যোগে ৩ দিনব্যাপী ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর সদর রোডের সংগঠন কার্যালয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ। 

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ। রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, প্রফেসর শাহ সাজেদা, চারুকলার সভাপতি অধ্যাপক দিপংকর চক্রবর্তী।

বক্তব্য রাখেন জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি কাজল ঘোষ, শিশু সংগঠক নজমুল হোসেন আকাশ, নারী নেত্রী টুনু রানী কর্মকার, রিপার্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন ও সুশান্ত ঘোষ এবং সাধারণ সম্পাদক মিথুন সাহা।

অনুষ্ঠানে ভাষা সৈনিক মোশারেফ হোসনে নান্নু, ইউসুফ হোসেন কালু ও নিখিল সেনকে মরনোত্তর সন্মাননা প্রদান করা হয়।