সন্দ্বীপ থানার ওসির পিপিএম পদক লাভ

২৯ ফেব্রুয়ারি, ২০২৪

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার ওসি কবির হোসেন পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সন্দ্বীপ থানার ওসিকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পিপিএম পদক প্রদান করা হয়েছে।

রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিকসংখ্যক ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্দ্বীপ থানার ওসি কবির হোসেন পুলিশ পদকপ্রাপ্ত (পিপিএম) হওয়ায় সন্দ্বীপবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।

ওসি কবির হোসেন যুগান্তরকে বলেন, পিপিএম পদক সবার স্বপ্ন থাকে। এ অর্জনে আমি খুবই আনন্দিত। আমি সবসবয় সেবার মানসিকতায় কাজ করে যাচ্ছি। পুরস্কারপ্রাপ্তি কাজের গতি আরও বাড়িয়ে দেয়।