ডায়াগনস্টিক সেন্টারে আগুন, লাখ টাকার ক্ষতি

০৩ মার্চ, ২০২৪

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকের এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. খালিদ হুসাইন বলেন, রাত ১১টা ৩২ মিনিটে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি ধোয়া বের হচ্ছে।

এরপর পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনি আমরা। এ সময় কাচের গ্লাস ভেঙ্গে প্রতিষ্ঠানে ঢোকা হয়। মূলত ল্যাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।