লন্ডনের পুলিশ স্টেশনে আগুন

০৭ মার্চ, ২০২৪

লন্ডনের পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৬ মার্চ) বিকেলে শহরের ফরেস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ১৭৫ জন ফায়ার সার্ভিস কর্মী। পরে ভবনের ছাদ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। খবর স্কাই নিউজের।

প্রতিবেদনে বলা হয়, ৩০টি ফায়ার ইঞ্জিনের সহায়তায় আগুন পাশের ভবনে ছড়ানো আগেই নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার সময় ওই ভবনে অন্তত ৬০ জন লোক ছিলেন। তাদের সবাইকে বের করে আনা হয়েছে।

আগুনের সংবাদ পাওয়ার পর লন্ডনের মেয়র সাদিক খান স্থানীয়দের উদ্দেশে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন। যেখানে তিনি বলেন, স্থানীয়দের ওই এলাকাটি আপাতত এড়িয়ে চলা উচিত।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রমফোর্ড রোডের ফরেস্ট গেটে পুলিশ স্টেশন থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তারাই তখন দ্রুত জরুরি সেবা নম্বরে কল করেন।

আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনও জানা যায়নি। তবে, নিউহ্যাম পুলিশের কমান্ডার কাইল গর্ডন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।