নাইজেরিয়ায় জিম্মি ২৮৭ শিশু, ১ বিলিয়ন নাইরা মুক্তিপণ দাবি দস্যুদের

১৪ মার্চ, ২০২৪

নাইজেরিয়ায় দুর্বৃত্তরা একটি স্কুল থেকে অন্তত ২৮৭ শিশুকে অপহরণ করেছে। তাদের ছাড়তে স্থানীয় মুদ্রায় ১০০ কোটি নাইরা (৬ কোটি ৮২ লাখ টাকা প্রায়) মুক্তিপণ দাবি করেছে তারা। তিন সপ্তাহের মধ্যে এই অর্থ পরিশোধ না করলে অপহরণকারীরা সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছে ।

গত ৭ মার্চ দেশটির কাদুনা রাজ্যের চিকুন জেলার কুরিগা গ্রামের একটি স্কুলে হানা দিয়ে অস্ত্রধারী দুর্বৃত্তরা তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করে।অভিযান চালিয়ে কয়েকজন উদ্ধার করলেও এখনো ২৮৭ শিশু দুর্বৃত্তদের হাতে জিম্মি রয়েছে।

কুরিগা গ্রামের বাসিন্দা আমিনু জিব্রিল বলেন, দস্যুরা গত মঙ্গলবার বিকালে একটি গোপন নম্বর থেকে আমার কাছে ফোন করে শিক্ষার্থীদের মুক্তিপণ হিসেবে ১০০ কোটি নাইরা (৬ লাখ ২১ হাজার মার্কিন ডলার) দাবি করে। তারা বলেছে, আল্টিমেটাম তিন সপ্তাহ স্থায়ী হবে। যদি এর মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে জিম্মি সবাইকে হত্যা করবে।

অপরাধীরা আরও বলেছে, তাদের গ্যাংয়ের সদস্যদের হত্যা করায় সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর জন্য পাল্টা জবাব এই অপহরণ।