কুলাউড়ায় বিএসএফের গুলিতে কিশোরের মৃত্যু, মরদেহ হস্তান্তর

১৯ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মুরইছড়া বস্তি সীমান্তে বিএসএফের গুলিতে পারভেজ (১৫) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় পারভেজের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার।

১৭ মার্চ বিকেলে উপজেলার মুরইছড়া বস্তি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে। আহত যুবক একই গ্রামের মৃত ছাদই মিয়ার ছেলে ছিদ্দেকুর রহমান। মৃত্যুর একদিন পর সোমবার সন্ধ্যায় তার মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়।

বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং শেষে সোমবার সন্ধ্যায় নিহত পারভেজের মরদেহ তার বাবা আছকির মিয়ার কাছে হস্তান্তর করা হয়।