শেরপুরে রান্না ঘরে আগুনে পুড়ে নারীর মৃত্যু

২০ মার্চ, ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে তাসলিমা বেগম (৩৬) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

নিহতের স্বজনরা জানায়, রাতে তাসলিমা টিনসেড রান্না ঘরে রাইস কুকারে রান্নার কাজ করছিলেন। এসময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন ক্রমান্বয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দুই সন্তানের জননী তাসলিমা ঘরে ঢুকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘরের মেঝেতেই পড়ে যান তিনি। ততক্ষণে রান্না ঘরের আরো বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে আগুন দেখে বাড়ির অন্যরা চিৎকার ও ডাকাডাকি শুরু করলে বাড়ির কাছে থাকা মসজিদের মুসল্লী ও এলাকাবাসী ছুটে আসেন। ততক্ষণে তাসলিমা ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ঘটনার পরপরই থানা পুলিশ, স্থানীয় জনপ্রতনিধিসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্তাধীন।