ধামরাইয়ে যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজু বরখাস্ত

২১ আগস্ট, ২০২০

ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে ৩৫ বস্তা ত্রাণের চাউল আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত দু’টি চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে মিজুর সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সামিয়ুল হক।

উপজেলা নির্বাহী অফিসার মো. সামিয়ুল হক জানান, ত্রাণের চাল আত্মসাতের ঘটনায় যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ল। এ ঘটনায় তাকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে মিজুর প্রতি কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মন্ত্রণালয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (০১) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১১ই আগস্ট বানভাসি মানুষের জন্য নির্ধারিত ত্রাণের ৩৫ বস্তা ভর্তি ৫৬০ কেজি চাউল আত্মসাতের অভিযোগে মিজানুর রহমান মিজুকে আটক করে র‌্যাব-৪। এসময় তার নিজ বাসা থেকে ৩৫ বস্তা চাউল উদ্ধার করে র‌্যাব। পরে ধামরাই থানায় অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।