করোনায় আরও ৪৬ জনের প্রাণহানি, শনাক্ত ২২৬৫

২২ আগস্ট, ২০২০

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রন্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হযেছে আরও ২ হাজর ২৬৫জন ।  এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৩ হাজার ৯০৭ জনে এবং আক্রান্তের সংখ্যায় দাড়ালো ২ লাখ ৯২ হাজার ৬২৫জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন এবং মোট সুস্থ ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।

 আজ শনিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ২ লাখ ৯২ হাজার ৬২৫। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ।

এই সময়ে দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ৩৬ পুরুষ ও নারী ১০ জন। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৯০৭ জন কোভিড রোগীর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন এবং মোট সুস্থ ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।