হোয়াটসঅ্যাপে যেভাবে চ্যাট পিন করবেন

০১ এপ্রিল, ২০২৪

হোয়াটসঅ্যাপে এখন তিনটি মেসেজে পিন করার সুবিধা রয়েছে। চ্যাট তালিকায় যে কারো চ্যাট মেসেজ পিন করে রাখলে চ্যাট ইনবক্স খুললে প্রথমে ওই মেসেজই দৃশ্যমান হবে।

সময়ে জরুরি কোনো বার্তা থাকলে তা স্ক্রল করে খুঁজতে হতো চ্যাট বা গ্রুপে। তা এখন আর করতে হবে না। পিন করে রাখা তিনটি জরুরি মেসেজ দেখা যাবে পরপর।

ফিচারটি কীভাবে ব্যক্তিগত চ্যাট বা গ্রুপে ব্যবহার করবেন, তা জেনে নিন-

অ্যানড্রয়েড স্মার্টফোন ছাড়াও ওয়েব, ডেস্কটপ ও আইওএস ব্যবহারকারীরা তিনটি মেসেজ পিন করার সুবিধা পাবেন।