চট্রগ্রাম বিমানবন্দরে বিদেশি পণ্যসহ ২ যাত্রী আটক

০২ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি সিগারেট, সোনা ও মোবাইল ফোনসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, শুল্ক গোয়েন্দা এবং বিমানবন্দর কাস্টমস টিম যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।

চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।আটক ব্যক্তিরা হলেন- রাউজান উপজেলার বাসিন্দা মোহাম্মদ শাহিদুল আলম ও একই উপজেলার মোহাম্মদ আরমান হোসেন। তারা এয়ার আরাবিয়ার পৃথক ফ্লাইটে রাতেই আবুধাবি ও শারজাহ থেকে চট্টগ্রামে আসেন।

পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৪৮০ কার্টন বিদেশি সিগারেট (মন্ড ও ইজি লাইট), ৯৯ গ্রাম সোনা (২২ ক্যারেট) ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২৮ লাখ ৬৪ হাজার ২২০ টাকা।