বেনাপোল সীমান্তে দুই চোরাকারবারি গুলিবিদ্ধ

০৩ এপ্রিল, ২০২৪

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের রাবার বুলেটে আহত হয়েছেন বেনাপোলের দৌলতপুর গ্রামের গিয়াস ও ডালিম নামের দুই যুবক। মঙ্গলবার রাত ১০ টার দিকে তারা ফেনসিডিল আনতে দৌলতপুর সীমান্ত পথে ভারতে প্রবেশের চেষ্ট করলে বিএসএফ রাবার বুলেট ছুড়ে তাদের প্রতিহত করে। 

এ সময় টহল বিজিবি তাদের উদ্ধার করে প্রথমে নাভারন হাসপাতালে ও পরে যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।  আহত গিয়াস উদ্দিনের পিতার নাম দীন মোহাম্মদ এবং ডালিমের পিতার নাম বরকত আলী বলে জানা গেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, আহত গিয়াস ও ডালিম দীর্ঘদিন ফেনসিডিল চোরাচালানের সাথে জড়িত। ভারতের কালিয়ানী সীমান্ত পথে তারা ভারতে যাতায়াত করে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসতো। গতকাল রাতে ভারতে প্রবেশের সময় বিএসএফ রাবার বুলেট ছুড়ে তাদের প্রতিহত করে। বুলেটের আঘাতে মারাত্মক আহত হয়ে লুটিয়ে পড়লে টহল বিজিবি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারা বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।