বরগুনায় পিকআপ খাদে পড়ে আহত ২

০৬ এপ্রিল, ২০২৪

বরগুনার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে তরমুজ বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল দুইজন আহত হয়েছেন। এতে তরমুজ নষ্ট হয়েছে বলে ব্যাবসায়ীর দাবী। 

শনিবার সকাল ৬টার দিকে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে রসুলপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছে- তরমুজের পাইকার ব্যাবসায়ী আ. সোবাহান (৫৫) পিকআপ চালক মো. সোলায়মান (২) । 

আহতরা জানায়, শনিবার ভোরে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে তরমুজ বোঝাই করে একটি পিকআপ বিক্রির জন্য পাইকারী ব্যাবসায়ী সোবাহান জেলা শহর বরগুনার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পথিমধ্যে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে রসুলপুর নামক স্থানে পৌছাইলে পিকআপ চালক রাস্তার মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থাণীয়রা দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য আমতলী স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়।