আইপিএলে ম্যাক্সওয়েলের অন্যরকম রেকর্ড

১২ এপ্রিল, ২০২৪

মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাক্সওয়েল চার বলে শূন্য রানে আউট হয়েছেন। এবারের আইপিএলে ৬ ইনিংসের মধ্যে তৃতীয়বার শূন্য রানে আউট হলেন তিনি।

আর তাতে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটসম্যান। আইপিএল ক্যারিয়ারের ১৭তম শূন্যতে আউট হলেন ম্যাক্সওয়েল।

এটিই সর্বোচ্চ, আর কেউ এর বেশিবার শূন্য রানে আউট হননি। তবে ১৭ শূন্যে আরও দুজনকে পাশে পাচ্ছেন ম্যাক্সওয়েল। বেঙ্গালুরু সতীর্থ দিনেশ কার্তিক ও মুম্বাইয়ের রোহিত শর্মা-এ দুজনও আইপিএলে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন।