ভূমিকম্পে কেঁপে উঠলো তিব্বত

১৩ এপ্রিল, ২০২৪

চীনের পশ্চিমে অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে নিশ্চিত করেছে গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড)।

জিএফজেড-এর তথ্য মতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

হিমালয় পর্বতমালার উত্তরে অবস্থিত তিব্বত বর্তমানে চীন নিয়ন্ত্রিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ১৯৫০ সালে অঞ্চলটি বেইজিংয়ের নিয়ন্ত্রণে আসে। এই অঞ্চলটিকে তারা জিজাং বলে। সূত্র: রয়টার্স