ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা ভ্রমণে নাগরিকদের সতর্ক করল কানাডা

১৪ এপ্রিল, ২০২৪

ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরে ভ্রমণে নাগরিকদের সতর্ক করে দিয়েছে কানাডা। ইসরায়েলে হামলার ঝুঁকি বাড়তে থাকায় কানাডা সরকার এই সতর্কবার্তা দিয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি পোস্ট করে বলেছেন, ওই অঞ্চলগুলোতে যেসব কানাডার নাগরিক আছেন তাদের বাণিজ্যিক পন্থায় এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা বিবেচনা করা উচিত।

তিনি লিখেন, ‘ইসরায়েলি ভূখণ্ডে হামলার ঝুঁকি বাড়ছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অস্থির। বিনা নোটিশেই পরিস্থিতির অবনতি হতে পারে।’

এর আগে কানাডার কেন্দ্রীয় সরকার নাগরিকদেরকে ওই অঞ্চলে প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছিল।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিনি মনে করেন, অবিলম্বে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান।