ভারতে ভয়ঙ্কর রূপে করোনা, ২৪ ঘন্টায় ৭৭ হজার আক্রান্ত

২৮ আগস্ট, ২০২০

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনায় রেকর্ড আক্রান্ত হলেন ৭৭ হাজার ২৬৬ জন। এই সময়ের মৃত্যু হয়েছে ১০৫৭ জনের। খবর হিন্দুস্তান টাইমস।

নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশটিতে মোট করোনার প্রকোপও বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত ভারতজুড়ে মোট আক্রান্ত হয়েছেন ৩৩ লক্ষ ৮৭ হাজারের বেশি মানুষ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৫ লক্ষ ৮৩ হাজার ৯৪৮ জন। দেশটিতে অ্যাক্টিভ কেস রয়েছে ৭ লক্ষ ৪২ হাজার ২০৩ টি। ভারতজুড়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬১ হাজার ৫২৯ জনের।

যতদিন না ভ্যাকসিন না আসছে, ততদিন আপাতত চাতক পাখির মতো অপেক্ষা করছে সাধারণ মানুষ। ইতিমধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচের উৎপাদন শুরু করে দিয়েছে রাশিয়া। এই বিষয়ে ভারত-রাশিয়া যোগাযোগে রয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়। এছাড়াও ব্রিটিশ ফার্মা সংস্থা ‘অ্যাস্ট্রা জেনেকা’র সঙ্গে যৌথভাবে ভ্যাক্সিন তৈরি করছে ভারতের ‘সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।’ এছাড়া ভারতের আরও এক সংস্থা ‘ভারত বায়োটেক’ তৈরি করছে ‘কোভ্যাক্সিন।’ তবে ঠিক কবে এই ভ্যাকসিন বাজারে আসবে তা এখনই জানানো হয়নি।