অ্যাপল ওয়াচের মতো দেখতে স্মার্টওয়াচ আনছে হুয়াওয়ে

২১ এপ্রিল, ২০২৪

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে অ্যাপল ওয়াচের মতো দেখতে স্মার্টওয়াচ আনছে। যার মডেল ওয়াচ ফিট ৩। এখনকার তরুণরা গোলাকার স্মার্টওয়াচের চেয়ে অ্যাপল ওয়াচের মতো চৌকো ডিজিটাল ঘড়ি পছন্দ করেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন প্রতিষ্ঠান এই ধরনোর চৌকো স্মার্ট ঘড়ি আনছে। হুয়াওয়েও এই কাতারে সামিল হয়েছে।       

বলা হচ্ছে হুয়াওয়ের আপকামিং ওয়াচ ফিট ২ অ্যাপল ওয়াচ অনুকরণ করেছে। বিশেষ করে এর ডিজাইন। যদিও চীনে তৈরি এই ঘড়ি তৈরির ‍উপাদান, বেল্ট ও অন্যান্য উপকরণ সম্পূর্ণই আলাদা। এমনকি অপারেটিং সিস্টেম ও ফিচারও ভিন্ন। 

হুয়াওয়ে ওয়াচ ফিট ৩ মডেলে থাকছে ১.৬৪ ইঞ্চির এইচডি অ্যামোলিড ডিসপ্লে। এতে প্রফেশনাল হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। এছাড়াও আছে বিল্টইন জিপিএস। 

ঘড়ির ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও ৭০ শতাংশ। এই ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৩২৬ পিপিআই। রেজুলেশন ৪৫৬ বাই ২৮০ পিক্সেল। এটি দেখতে যেমন স্টাইলিশ তেমনি দরকারি বেশ কিছু ফিচারও আছে।