দেশে বাড়ল জ্বালানি তেলের দাম

৩০ এপ্রিল, ২০২৪

দেশের বাজারে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় রেখে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা এবং অকটেন ও পেট্রলের দাম লিটারে ২ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে। বুধবার থেকেই নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের নতুন দাম দাঁড়াল প্রতি লিটার ১০৭ টাকা, যা আগে ছিল ১০৬ টাকা। পেট্রল ১২৪ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ১২২ টাকা। এছাড়া প্রতি লিটার অকটেনের নতুন দাম দাঁড়িয়েছে ১২৮ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ১২৬ টাকা।