টিআরএম চালু সহ আমডাঙ্গা খাল সংষ্কারের দবি

০২ সেপ্টেম্বর, ২০২০

যশোরে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টিআরএম প্রকল্প চালুসহ আমডাঙ্গা খাল সংষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটি। 

বুধবার (২ সেট্পেম্বর) দুপুরে স্থানীয় প্রেসক্লাব উক্ত কমিটি আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভবদহ পানি নিষ্ককাশন মিটির আহবায়ক আলহাজ্ব এনামুল হক বাবুল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে জলাবদ্ধতার শিকার ভবদহ অঞ্চলের মানুষ।বর্তমানে ৬ উপজেলার প্রায় ৫০ গ্রামের মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে পশু আর মানুষ একত্রে মানবেতর জীবনযাপন করছে। এ অঞ্চলের মানুষকে জিম্মি করে নদী খননের নামে সরকারের কোটি কোটি টাকা লোপাট করছে একটি মহল। 

ভবদহের সমস্যা সমাধানে সরকারের সদ্য ঘোষিত ৮১০ কোটি টাকার প্রকল্প বাতিল করে সেনাবাহিনী দিয়ে টিআরএম প্রকল্প চালুসহ আমডাঙ্গা খাল সংষ্কারের দাবি করেন আন্দোলন কমিটি।

এসময় উপস্থিত ছিলেন  নেতা বিষুপদ দত্ত, কামরুজ্জামান, আব্দুর রউফ মোল্লাসহ কমিটির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।