বাবুবাজার থেকে তিন পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

০৭ মে, ২০২৪

রাজধানীতে পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা নেওয়ার সময় তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। তারা হলেন— রাজু (২৯), সুমন (২৮) ও রিপন (৩৯)। এসময় তাদের কাছ থেকে চাঁদা হিসেবে আদায়কৃত নগদ ২ হাজার ৪০ টাকা ও ৩টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজধানী ঢাকার কোতয়ালী বাবুবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল। তিনি জানান, আজ দুপুরে বাবুবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা নেওয়ার সময় তিন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে রাজধানীর কোতয়ালী ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।