কুষ্টিয়ার দুইটি উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহন

০৮ মে, ২০২৪

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে সদর ও খোকসা উপজেলা পরিষদ  নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। দুইটি উপজেলায় এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা সংবাদ পাওয়া যায়নি।  সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম । প্রার্থীরা আশা করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বাড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে  নিজেদের জয়ের বিষয় আশাবাদ ব্যক্ত করে প্রার্থীরা।

এবার জেলার দুইটি উপজেলা কুষ্টিয়া সদরে ২ জন এবং খোকসায় ৬জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।

উল্লেখ্য, ১টি পৌরসভা ১৩ ইউনিয়ন নিয়ে সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২১ হাজার ৭৩, ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৫টি। অপরদিকে ১ টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১লক্ষ ১৫ হাজার ৮৯শত ৮৯ জন ৫০টি কেন্দ্রে