সিরাজগঞ্জে হেরোইনসহ ধরা পড়া দুই বাসযাত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

০৯ মে, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ ধরা পড়া দুই বাসযাত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি উভয়কে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও শোনানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: আবুল বাশার মিঞা এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুজনের নাম রমজান আলী (২৭) ও বানী ইসরাইল (৩২) বলে জানা গেছে। তাদের দুজনের বাড়িই রাজশাহী জেলার গোদাগাড়ি পৌর এলাকার বুজরুক শ্রীমান্তপুর মহল্লায়।

আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২১ মে র‌্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানার রোড গোলচত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় র‌্যাবের কাছে খবর আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে দুই জন ব্যক্তি হেরোইন নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। বাসটি রোড গোলচত্বর এলাকায় পৌঁছলে র‌্যাব সদস্যরা বাসে তল্লাশী চালান। এ সময় বাসের দুই যাত্রী রমজান আলী ও বানী ইসরাইলের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি (নায়েব সুবেদার) ইউসুফ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক বাসের ওই দুই যাত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।