এডিস নিয়ন্ত্রণে তরুণদের যুক্ত করা জরুরি : জোনায়েদ সাকি

০১ আগস্ট, ২০১৯

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অবিলম্বে ডেঙ্গুর সংক্রমণকে মহামারী ঘোষণা করে এর নিয়ন্ত্রণে সরকারের সকল সংস্থাকে কাজে লাগানোর আহবান জানিয়েছেন। এর পাশাপাশি বানভাসী মানুষের জন্য বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে শক্তিশালী করার দাবি জানান তিনি। বৃহস্পতিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমান ডেঙ্গু ও বন্যা পরিস্থিতি বিষয়ে গণসংহতি আন্দোলনের একটি সংবাদ সম্মেলন তিনি এই আহবান জানান।জোনায়েদ সাকি বলেন, এডিস নিয়ন্ত্রণে জনগণের অংশগ্রহণ, বিশেষকরে তরুণদের যুক্ত করাটা জরুরি। গণসংহতি আন্দোলন ঢাকার উত্তরা, মোহাম্মদপুর ও মিরপুর অঞ্চলে সামাজিক কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

জোনায়েদ সাকি আরও বলেন, এবারের বন্যায় দেশের এক তৃতীয়াংশ ডুবে গেলেও ত্রাণ কার্যক্রম ইতিহাসের অপ্রতুলতম। এখন বন্যার পানি সরে গেলেও মানুষজন বন্যা পরবর্তী রোগ, কর্মসংস্থানহীনতা ও ফসলহানির শিকার। তাদেরকে দুর্ভোগ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ত্রাণ কার্যক্রম শুরুর দাবি জানান তিনি।