মানিকগঞ্জে হেরোইনসহ আটক ২

১৭ মে, ২০২৪

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় ২৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- সিংগাইর উপজেলার দক্ষিণ গোবিন্দল গ্রামের শেখ আব্বাস উদ্দিন কালুর ছেলে মিলন শেখ মিলন ও মৃত রজ্জব আলীর ছেলে আরিফুল ইসলাম।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, বৃহস্পতিবার রাতে গোবিন্দল এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আড়াই লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান আছে। হেরোইনসহ আটকের বিষয়ে সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে।