সকলে মিলে কাজ করলে ক্রাইসিস মোকাবেলা করা যায় : স্বাস্থ্যমন্ত্রী

০১ আগস্ট, ২০১৯

দেশের সব জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের হুঁশিয়ারির মধ্যেই সরকারের প্রস্তুতি নেওয়ার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেছেন, ডেঙ্গু রোগী বেড়ে গেলে যাতে সামাল দেওয়া যায়, সেজন্য ঢাকায় তিনটি সরকারি হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে। প্যাথলজি পরীক্ষার কিট ও রিএজেন্ট আমদানি করা হচ্ছে।   

বৃহস্পতিবার সকালে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ডেঙ্গু বিষয়ক এক সেমিনারে সরকারের এসব প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি।   সারা দেশে সুন্দরভাবে সব ম্যানেজ  করা হচ্ছে দাবি করে জাহিদ মালেক বলেন, “সকলে মিলে কাজ করলে ক্রাইসিস মোকাবেলা করা যায়।”

তিনি বলেন, “এখন মোটামুটি দেশের প্রতিটি জেলাতেই রোগী পাওয়া যাচ্ছে। ঈদের সময় ছড়িয়ে যাবার সম্ভাবনাটা আরেকটু বেশি। এজন্য আমাদের আগেডেঙ্গু মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, “আমরা যদি সকলে মিলে কাজ করি, আমরা আশা করি, অল্প দিনের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি বদলে যাবে, আমরা নিয়ন্ত্রণে আনতে পারব।”