তুমি ছিলে!!

০৬ সেপ্টেম্বর, ২০২০

মোস্তাকিম বিল্লাহ-


আর কাঁদিনা সেদিনের মতো,
আচমকা নোনা জল গড়িয়ে পড়েছে।
উত্তর পায়নি!
কেন এই মেঘঘন আকাশ,
অস্থির বাতাসের চলছে ঝড়।
সময় বয়ে গেলো,
অন্তরে এখনও তোমার,
অস্তিত্বের গন্ধ পাই।
গল্পটা বিষণ্ণতার, 
হয়তো রীতিমতো ঘুমঘোর।
বদলে গেলেও রং, গন্ধ, আর চেনা সুর আজও সেই চিরচেনা গন্ধ,
বুঝিয়ে দিয়েছো বদলে গেছো।
কী এক হাহাকার জুড়ে আছে সমস্তটা,
নাকি স্মৃতির প্রজাপতি শুয়ে আছে  একটা।
বুকটা ভারি হয়ে উঠছে
প্রতিটা নিঃশ্বাসে একটাই স্লোগান - তুমি ছিলে সব টা জুড়ে।

কবি: শিক্ষার্থী,ঢাকা কলেজ,ঢাকা।