দিনাজপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

২১ মে, ২০২৪

দিনাজপুরের পার্বতীপুরে বজ্রপাতে আনজুয়ারা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।  নিহত আনজুয়ারা বেগম (৪৮) পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউপির বাইশাপাড়া গ্রামের শফিক উদ্দীনের স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমিতে গরু চরাতে যান আনজুয়ারা বেগম।এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। 

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।