ইরানের সাথে কৌশলগত সম্পর্ক অটুট রাখবে চীন

২২ মে, ২০২৪

ইরানের সাথে চীন কৌশলগত সম্পর্ক অটুট রাখবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার (২২ মে) টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার সূত্রে বলা হয়েছে, চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের সাথে কৌশলগত সহযোগিতা জোরদার করবে চীন। একইসাথে উভয়ের অভিন্ন স্বার্থ রক্ষা করবে। উভয়ে আঞ্চলিক ও বিশ্ব শান্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দেয়ার সময় আজ ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারির সাথে আলোচনায় ওয়াং এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, ‘ইরান তার অসামান্য নেতাদের হারিয়েছে। আর চীন হারিয়েছে তার ভালো বন্ধু ও অংশীদারদের।

রোববার ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেন, এই কঠিন সময়ে চীন দৃঢ়ভাবে ইরানি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল