সদস্য দেশগুলো ‘ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজনে’ সর্বসম্মত: ইইউ কর্মকর্তা

২৩ মে, ২০২৪

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে ভিন্ন ভিন্ন অবস্থান থাকতে পারে, কিন্তু ‘ফিলিস্তিনি রাষ্ট্রের প্রয়োজনীয়তা নিয়ে আমাদের ঐক্যমত রয়েছে’ বলে জানিয়েছেন ইইউর বিশেষ প্রতিনিধি সোভেন কোপম্যানস। 

ফিলিস্তিনকে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় বার্তাসংস্থা রয়টার্সকে এ মন্তব্য করেন ইইউর বিশেষ প্রতিনিধি। কুপম্যানস আরও বলেন, সৌদি আরব, মিশর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা আগামী সপ্তাহে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের নিয়মিত বৈঠকে যোগ দেবেন। সেখানে গাজা যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা করা হবে। 

তিনি বলেন, কেউ একাই যথেষ্ট নয়। কিন্তু যদি আমরা একসাথে কাজ করি; তাহলে হয়তো আমরা যথেষ্ট হবো, কিছু শুরু করার জন্য। সূত্র: আল-জাজিরা