ইসরায়েলের ধ্বংস একসঙ্গেই দেখব, খামেনিকে হানিয়া

২৩ মে, ২০২৪

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর শোকস্তব্ধ দেশটি। এরমধ্যেই বুধবার হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে দেখা করেন। রাইসির জানাজায় অংশ নিতে হানিয়া তেহরান গিয়েছিলেন।

খামেনি হামাসপ্রধানকে বলেছেন, ইহুদিদের ধ্বংস করার বেহেশতি অঙ্গীকার একদিন পূরণ হবে এবং আমরা সেই দিনটি দেখব, যেদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে উঠবে ফিলিস্তিন।

হামাসের পলিটব্যুরো প্রধান জবাবে বলেন, 'ইনশাআল্লাহ্‌ আমরা সে দিনটি এক সঙ্গেই দেখব।'

এর আগে ইসমাইল হানিয়া ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ'র উপ-নেতা নাঈম কাশেম ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রতিনিধিরা প্রয়াত প্রেসিডেন্টের জানাজায় অংশ নেন।