বিএনপি থেকে সৈয়দ শাহজাহান বহিষ্কার

২৩ মে, ২০২৪

দলীয় সিদ্ধান্ত অমান্য করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হল।