ভোলায় নির্বাচন পরবর্তী সংঘাতে ভাইয়ের হাতে খুন

২৩ মে, ২০২৪

ভোলায় পূর্ব শত্রুতা এবং নির্বাচন পরবর্তী সহিংতায় আব্দুল মালেক ওরফে মানিক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ নির্বাচনের বিরোধ এবং জমির বিরোধ দুই বিরোধের জেরে ছোট ভাই ও ভাতিজাদের হামলায় আব্দুল মালেক নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের (৯ নম্বর ওয়ার্ড) রতনপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ২১ মে (মঙ্গলবার) ভোলা সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্দুল মালেক মোটরসাইকেল প্রতীকের হয়ে প্রচার প্রচারণা চালিয়েছিল। অপরদিকে তার ভাই তাজুল ইসলাম আনারস প্রতীকের হয়ে কাজ করেছে। এনিয়ে আজ সকালে সংঘর্ষ হয়। এসময় আব্দুল মালেক নিহত হন। 

তবে পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাটি তদন্ত চলছে এবং তারা জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে।