বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে দুইজনের লাশ উদ্ধার

২৪ মে, ২০২৪

বগুড়ার শাজাহানপুরে বসতবাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে দুই পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোহাইল ইউনিয়নের আগড়া পশ্চিমপাড়া গ্রামে সোহরাব হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদরের সুইপার কলোনির বাসিন্দা বিমল বাঁশফোড় ও লাঠিয়াল বাঁশফোড়।

শাজাহানপুর সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসের লিডার আব্দুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে সেপটিক ট্যাংকের ভেতরে দুইজন পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ দেখতে পাই। তাদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তারা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই ওই ট্যাংকে নেমেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসের কারণে তারা সেখান থেকে বের হতে পারেননি। পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন।