রাশিয়ার হামলায় খারকিভে নিহত অন্তত ৭

২৪ মে, ২০২৪

ইউক্রেনের খারকিভে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৭ জন। খারকিভের গভর্নর ওলেগ সিনগুভবে এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

হামলায় দেশটির পরিবহন, পৌরসভার বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি ছাপাখানায় আগুন লেগে ধসে গেছে। এই আগুনের ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে।

পুড়ে যাওয়া ভবনটি একটি বেসামরিক স্থাপনা, যেখানে বিভিন্ন বই ছাপার কাজ করা হতো বলে জানিয়েছে অঞ্চলটির পুলিশ প্রধান ভলোদিমির টিমোশকো।

তিনি বলেন, এখানে দুটি ক্ষেপনাস্ত্র আঘাত করে। তারমধ্যে একটি খুবই নিকটবর্তী ছিল।

খারকিভ অঞ্চলের প্রসিকিউটর প্রধান ওলেক্সান্ডার ফিলচাকভ বলেন, “হামলার সময় ছাপাখানায় ৫০ জনের বেশি মানুষ ছিল। রাশিয়ার হামলা এবং বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেও কারখানাটিতে ছাপার কাজ চালানো হচ্ছিল। ”