এমপি আনার হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো পাওয়া যায়নি : ডিবি প্রধান

২৫ মে, ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার ডিবি সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

ডিবি প্রধান বলেন, ‘তবে এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক লেনদেন, আধিপত্যসহ অনেক কারণ থাকতে পারে।’

এছাড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্যের একটি দল আজ রাত বা আগামীকাল সকালের মধ্যে ভারতের উদ্দেশে রওনা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশও সংসদ সদস্য হত্যার তদন্ত করছে এবং তারা ইতোমধ্যে বাংলাদেশ সফরও করেছে।

তিনি বলেন, ‘অপহরণের পর খুনিরা এমপি আনারকে ফ্ল্যাটে নিয়ে যায়। তারপর খুনিরা তার একটি ফোন অন্য জায়গায় নিয়ে যায়। যাতে করে বোঝানো সহজ হয়, তিনি অন্য জায়গায় আছেন। এছাড়া খুনিরা তাকে হত্যার পর চারটি মোবাইল ফোন সেট নিয়ে বেনাপোল সীমান্তবর্তী এলাকায় আসে এবং পরে বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যাকাণ্ডে জড়িত করতে ফাঁসাতে তাদের ফোনও করে।

লাশ পাওয়া যায়নি অথচ পুলিশ কেন এটাকে হত্যাকাণ্ড বলছে- এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, এমন অনেক মামলা আছে যেখানে বছরের পর বছর ধরে লাশ পাওয়া যায়নি।

এমপি আনার চিকিৎসার জন্য গত ১১ মে কলকাতা যান এবং ১৪ মে থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

গত ২২ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কলকাতার অদূরে নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

এমপি আনারের মৃত্যুর ঘটনায় ২২ মে একটি মামলা দায়ের করা হয়।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সূত্র : ইউএনবি