জার্মান কাপ ফাইনাল: মুখোমুখি লেভারকুসেন–কাইজারস্লাটার্ন

২৫ মে, ২০২৪

২০২৩-২৪ মৌসুমের ডিএফবি পোকাল কাপের (জার্মান কাপ) ফাইনালে মুখোমুখি হবে লেভারকুসেন–কাইজারস্লাটার্ন। শনিবার (২৫ মে) দিবাগত রাত ১২টায় বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়নে শুরু হবে খেলাটি।

কাইজারস্লাটার্ন জার্মানির ফুটবল স্তরের দ্বিতীয় বিভাগ ২. বুন্দেসলিগার দল। চলতি মৌসুমে তারা নিজেদের লিগের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে থেকে শেষ করে। অপরদিকে অপরাজিত বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে জাবি আলোনসোর শিষ্যরা। সবশেষ ২০১৯-২০ মৌসুমে ডিএফবি পোকালের ফাইনালে উঠেছিল লেভারকুসেন। তবে ফাইনালে সেবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ১৯৯২-৯৩ মৌসুমে একমাত্র শিরোপা জিতেছিল তারা। অপরদিকে ১৯৮৯-৯০ ও ১৯৯৫-৯৬ মৌসুমে ২ বার পোকাল কাপ জেতে কাইজারস্লাটার্ন।

উল্লেখ্য, প্রতিবছর ফাইনাল অনুষ্ঠিত হয় বার্লিনেই। ডিএফবি পোকালের সবচেয়ে সফল দল বায়ার্ন। তারা ২০ বার শিরোপার স্বাদ পেয়েছে।