গোপালগঞ্জে ব্যাটারিচালিত রিকশাচালককে হত্যা

২৬ মে, ২০২৪

গোপালগঞ্জে সোহেল মোল্লা (৪০)নামে এক ব্যক্তিকে হত্যা করে ব্যাটারিচালিত রিকশাচালককে হত্যা করা হয়েছে। ইট দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে দেয়া হয়েছে। 

নিহত ওই ব্যক্তি গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদাহ আদর্শ গ্রামে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার নড়াগাতি থানার চরমধুপুর গ্রামে।তার পিতার নাম ময়নুদ্দিন মোল্লা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহেল মোল্লা দিনের বেলায় রিকশা না চালিয়ে সারা রাত রিকশা চালিয়ে থাকেন। অন্যান্য দিনের মতো শনিবার (২৫ মে) সারা রাত রিকশা চালিয়ে তার ভাড়া বাসায় ফেরার পথে খুব ভোরে ইট দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে দিয়ে হত্যা করে এবং তার কাছ থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।