‘দুই বছরে দুটি শিরোপা, তিনটি ফাইনাল মন্দ নয়’, বলছেন টেন হাগ

২৬ মে, ২০২৪

চলতি মৌসুমটা একেবারে যাচ্ছেতাই গেল ম্যানচেস্টার ইউনাইটেডের। রেড ডেভিলরা এবার ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম শেষ করেছে ৮ নম্বরে থেকে। বাজে পারফর্ম্যান্সের কারণে দলটির কোচ এরিক টেন হাগ বরখাস্ত হতে যাচ্ছেন তা এক প্রকার নিশ্চিত করেই বলেছিল ইংলিশ গণমাধ্যম। এমন আশঙ্কা নিয়েই কাল এফএ কাপ ফাইনালে খেলতে নেমেছিল টেন হাগের ম্যানইউ।

ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনালে এই ম্যাচে রেড ডেভিলরাই ছিল আন্ডারডগ। তবে মৌসুমজুড়ে বিপর্যস্ত থাকা ম্যানইউ কাল সিটির বিপক্ষে খেলেছে দুর্দান্ত। ওয়েস্মবলিতে টেন হাগের দল খেলেছে দাপুটে ফুটবল। সেই সুবাদে এবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে শিরোপা জিত নিয়েছে ম্যানইউ।

গতকাল সিটির বিপক্ষে প্রথম ম্যানিউকে এগিয়ে দেন আলেহান্দ্রো গার্নাচো। এরপর আরও একটি গোল করেন কোবি মাইনো। সিটির হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন জেরেমি ডকু। এদিকে সিটিকে হারিয়ে শিরোপা জয়ের পর নিজেকে নিয়ে হওয়া সমালোচনার কড়া জবাব দিয়েছেন কোচ টেন হাগ।

গতকাল ম্যাচ ষেষে টেন হাগ বলেন, ‘দুই বছরে দুটি শিরোপা এবং তিনটি ফাইনাল খারাপ না। যদি তারা আমাকে না চায়, তবে আমি অন্য কোথাও গিয়ে ট্রফি জিতব। কারণ, এটাই আমি করি।’

মৌসুম শেষে তিনি ছাটাই হতে পারেন কি না এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি না, তারা এটা করেছে কি না। এ প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। আমি জানি না। হয়তো আপনাদের জানার সূত্র আছে, আমার তা নেই। আমি একটি প্রজেক্টে আছি এবং আমাদের যেখানে থাকার কথা, আমরা সেখানেই আছি। আমরা ভবিষ্যতের জন্য দল তৈরি করছি।’

তাঁর অধীনে দল অনেক উন্নতি করেছে জানিয়ে টেন হাগ বলেন, ‘যখন আমি দায়িত্ব নিই, তখন আমরা বিশৃঙ্খল অবস্থায় ছিলাম। দল এখন উন্নতি করছে, জিতছে।’